কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আগুন। আজ সকাল ৬টা ১৫ মিনিটে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা ক্যান্টিন। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন। প্রাথমিক অনুমান, ক্যান্টিনের মধ্যে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে তবে কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।


যদিও স্পষ্ট, রান্নাঘর থেকেই আগুন ছড়িয়েছে। ওপরের ফলস সিলিং জ্বলন্ত অবস্থায় মাটিতে খসে পড়ায় আগুন ছড়ায় দ্রুত। ক্যান্টিনের দরজা, ছাত্রছাত্রীদের খাওয়ার জায়গা- সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রসায়ন গবেষণাগার, পদার্থ বিভাগের ল্যাবরেটরিতে আগুন লাগে। গতবছর আগুন লাগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে।