কলকাতা: সকালে গুলি। বিকেলে গুলি। আতঙ্কে এন্টালি। প্রথমে বেলা ১২টা নাগাদ প্রোমোটিং বিবাদের জেরে গুলি চলে বলে অভিযোগ। এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি। এবার এন্টালির মতিঝিলে। দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে দাবি, বিবি বাগান এলাকায় নির্মীয়মাণ এই বহুতল ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, বৃহস্পতিবার সকালে মতিঝিল এলাকার দুষ্কৃতী নিয়াজুল এই আবাসনটির কাছে দলবল নিয়ে হাজির হয়।

বচসা শুরু করে দেয় বহুতলটির যিনি প্রোমোটার, তাঁর ঘনিষ্ঠ শেখ আসলামের সঙ্গে।

স্থানীয় সূত্রে খবর, নিয়াজুল দাবি করে, ওই আবাসনে ফ্ল্যাট কিনেও সে পাচ্ছে না। কারণ, এক-একটি ফ্ল্যাট একাধিক জনকে বিক্রি করা হয়েছে। এ নিয়ে বচসা চরমে ওঠে। অভিযোগ নিয়াজুল হুমকি দিয়ে যায়। স্থানীয় সূত্রে দাবি,

এর কিছুক্ষণ পরেই তিনটি বাইকে চেপে ওই আবাসনের সামনে হাজির হয় নিয়াজুলের দলবল। অভিযোগ শেখ আসলামকে গুলি করে তারা পালায়।

শেখ আসলামের পায়ে গুলি লাগে। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়।
কয়েক মাস আগে, এই এন্টালি থানা এলাকাতেই একটি স্কুলের সামনে দিনের বেলা গুলি চলে। তারপর, এ দিন দু’বার প্রকাশ্যে গুলি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

এ দিন এন্টালি, ট্যাংরা-সহ একাধিক থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমে তাঁদের বাধা দেন স্থানীয় বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করে দেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নামে অপরাধের ইতিহাস রয়েছে। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে তারা মামলা রুজু করেছে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে বিকেল গড়াতে না গড়াতে ফের গুলি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসা নামে স্থানীয় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। যুবকের হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে দুপুরের প্রোমোটার ঘনিষ্ঠ যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।