কলকাতা: মর্জিমতো ভোট করাতে না পারায় বেহালার সিপিএম নেতা অরিন্দম ঝা-র বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে!

 

অভিযোগ, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ আচমকাই গুলির শব্দে ঘুম ভাঙে এই সিপিএম নেতা ও তাঁর পরিবারের লোকেদের। প্রতিবেশীদের দাবি, বাইকে করে এক দুষ্কৃতী এসে বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর পালিয়ে যায়।

 

বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের সেনহাটি বাজারের কাছে থাকেন অরিন্দম। গত পুরভোটে ১২০ নম্বর ওয়ার্ডে সিপিএমের প্রার্থী ছিলেন তিনি। কিন্তু বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে কী কারণে হামলা হল বেহালার এই সিপিএম নেতার বাড়িতে? অরিন্দম বলছেন, ভোটের দিন ৪০-৫০ জন লোক নিয়ে তৃণমূল ক্যাম্পে বসেছিল। কমিশন তুলে দেয়। ওরা ভাবে আমি করেছি। সেই কারণেই আমার বাড়িতে হামলা চালানো হল।

 

এই সিপিএম নেতার মা বলেছেন, তৃণমূল ভোটের দিন অ্যাম্বুলেন্সে করে লোক নিয়ে যাচ্ছিল। নির্বাচন কমিশন ধরে ফেলে। সেই আক্রোশেই তাঁদের বাড়িতে গুলি চালানো হল।

 

মঙ্গলবার রাতে বাড়ি থেকে আর বের হননি এই সিপিএম নেতা। বুধবার সকালে দেখেন, বাড়ির সামনে পড়ে রয়েছে গুলির খোল। বাড়ির দেওয়ালে গুলির চিহ্ন! পুলিশ এসে গুলির খোলগুলি নিয়ে গিয়েছে। মোট পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।

 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বেহালা পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থী কৌস্তভ চট্টোপাধ্যায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।

 

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

 

বিরোধীরা কটাক্ষ করে বলছে, বাঘাযতীনে তো সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা গিয়েছে। তারপরেও কাউকে গ্রেফতার করা হয়নি। শেষপর্যন্ত অভিযুক্ত তৃণমূল কর্মীরা নিজেরাই আদালতে গিয়ে জামিন নেয়। আর বেহালায় তো সিসিটিভি ফুটেজও নেই! এক্ষেত্রে কি গ্রেফতার হবে?