কলকাতা: ফের এক অনন্য মানবিকতার নজির। ব্রেন ডেথের পর অঙ্গদান। আর সেই অঙ্গপ্রতিস্থাপনের জন্য বেনজির পদক্ষেপ রাজ্য সরকারের। শহরে এই প্রথম গ্রিন করিডর ব্যবহার করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে অঙ্গ নিয়ে যাওয়া হবে প্রতিস্থাপনের জন্য।

উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা স্বর্ণেন্দু রায় অ্যাপোলো হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর ব্রেন ডেথের কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবার সূত্রে খবর, স্বর্ণেন্দুর একটি কিডনি ও লিভার প্রতিস্থাপন করা হবে এসএসকেএমে। আরেকটি কিডনি প্রতিস্থাপন করা হবে অ্যাপোলো হাসপাতালে। দুটি চোখ ব্যারাকপুরের দিশা আই হসপিটলে।



স্বর্ণেন্দুর অঙ্গগুলি এসএসকেএমে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে গ্রিন করিডর। পুলিশ সূত্রে খবর, অ্যাপোলো থেকে বেড়িয়ে বাইপাস-চিংড়িঘাটা হয়ে মা উড়ালপুল ধরবে অ্যাম্বুলেন্স। তারপর পার্কসার্কাস হয়ে এজেসি বোস রোড ফ্লাইওভার। এই ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে সেখানে এসএসকেএমের যে গেট, সেই পোস্ট অফিস গেট দিয়ে হাসপাতালে ঢুকবে অ্যাম্বুলেন্স। এই পথে সব সিগন্যাল থাকবে সবুজ। পুলিশের পাইলট কার রাস্তা ফাঁকা করে তৈরি করবে গ্রিন করিডর। সেই পথ ধরেই অ্যাপোলো হাসপাতাল থেকে স্বর্ণেন্দুর অঙ্গ নিয়ে যাওয়া হবে এসএসকেএমে।

এর আগে চেন্নাইয়েও এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে একজনের হৃৎপিণ্ড নিয়ে গিয়ে সফল প্রতিস্থাপনের মধ্যে দিয়ে অন্য একজনের প্রাণ বাঁচানো হয়েছিল। এবার সেই গ্রিন করিডর তৈরি করে অঙ্গ প্রতিস্থাপনের বিরল নজির তৈরি হবে কলকাতাতেও।