কলকাতা: ফ্লোটেলের ভাইস প্রেসিডেন্ট অরিন্দম বসুর গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় আজ লঞ্চ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল। পশ্চিম বন্দর থানার পুলিশের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করবে তারা।
শনিবার লঞ্চে করে পিকনিক করার সময় অরিন্দম বসু গঙ্গায় তলিয়ে যান। এতজনের সামনে কীভাবে গঙ্গায় পড়ে তলিয়ে গেলেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁর স্ত্রী অদিতি বসু। পশ্চিম বন্দর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পরে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। লঞ্চে থাকা সবাইকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।
ফ্লোটেল কাণ্ডে আজ নমুনা সংগ্রহ করবে ফরেনসিক দল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2018 09:07 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -