কলকাতা: পোস্তা উড়ালপুলকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে দিতে হবে ওই রিপোর্ট। বিস্তারিতভভাবে উল্লেখ করতে হবে গোটা বিষয়। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
ভয়াবহ এই বিপর্যয়ে স্তম্ভিত হয়ে গিয়েছে শহর। অকালে ঝরে গিয়েছে অনেকগুলো তাজা প্রাণ। কার দোষে এই বিপর্যয়?
নকশাতেই কি ত্রুটি? তদন্ত করুক সিবিআই। এমনই নানা প্রশ্ন ও দাবির প্রেক্ষিতে পোস্তা উড়ালপুলকাণ্ডে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর বলেন, তিন সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে সরকারকে। আদালতকে জানাতে হবে, কারা কবে থেকে তৈরি করছিল ওই উড়ালপুল? কেন ভেঙে পড়ল তা? বিপর্যয়ের পর সরকার কী কী পদক্ষেপ নিয়েছে?
পোস্তা উড়ালপুল বিপর্যয়ের পর সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্ট দায়ের হয় আলাদা আলাদা চারটি জনস্বার্থ মামলা। মৃত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য, নির্মীয়মাণ উড়ালপুল ভেঙে ফেলার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির আবেদন জানানো হয় মামলায়। শুক্রবার সেই সব মামলারই শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
আদালত সূত্রে খবর, তিন সপ্তাহের মধ্যে সরকার রিপোর্ট জমা দিলে ঠিক হবে পরবর্তী শুনানির দিন।
উড়ালপুলকাণ্ডে: তিন সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2016 02:31 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -