কলকাতা: বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়কাণ্ডে আজ পোস্তায় ঘটনাস্থলে এলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পোস্তায় আসেন। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ দলের অন্যান্য নেতা।  রাহুল উদ্ধারকারীদের সঙ্গে কথা বলেন। উদ্ধারকাজ নিয়ে তিনি খোঁজখবর করেন। এছাড়াও আরও কোনও দেহ আটকে রয়েছে কিনা, তাও জানতে চান রাহুল। তিনি পাঁচ মিনিট ঘটনাস্থলে ছিলেন।  সকাল থেকেই এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিল এসপিজি।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।



পোস্তা থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও এসেছেন  রাহুল। হাসপাতালের এমার্জেন্সি বিভাগে গিয়ে চিকিত্সাধীন আহত এবং তাঁদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি।  আহতদের পরিজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাহুল। হাসপাতাল থেকে বেরিয়ে এসে রাহুল বলেন,  ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনি আহতদের পাশে রয়েছেন। এখন রাজনীতি নিয়ে কোনও কথা বলতে চান না।