কলকাতা: নারদ কাণ্ডে মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদ। সকাল ৯টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন রত্না চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সম্পত্তির তথ্য জানার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে।
এর আগে হাজিরা দেওয়ার জন্য তাঁকে তিন বার নোটিস পাঠিয়েছিল ইডি। কিন্তু চিকিত্সা সংক্রান্ত কারণে হাজিরা দেননি তিনি। রত্না চট্টোপাধ্যায় ছাড়াও তাঁর আরও দুই ঘনিষ্ঠকে তলব করেছে ইডি।
নারদ কাণ্ডে মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2017 11:18 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -