কলকাতা: গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে ভালভ পরিবর্তন, লিকেজ মেরামতির মতো কাজের জন্য আজ দুপুর থেকে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। ফলে জল পাবেন না দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এর মধ্যে রয়েছে, কালীঘাট, রানিকুঠি, গড়ফা, বেহালার একাংশ, গল্ফগ্রিন, চেতলা, যাদবপুর, টালিগঞ্জের বাসিন্দারা। সকাল ১১টার পর থেকে জল মিলবে না। তবে আগামিকাল থেকে পরিষেবা ফের স্বাভাবিক হবে।