নয়াদিল্লি: রাজ্যে ডেঙ্গির আতঙ্কের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। তৈরি হচ্ছে মেঘ। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে ২ থেকে ৩ দিন।


ডেঙ্গিতে ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরপর ফের বৃষ্টি হলে জমা জলে পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, ঘরে থাকলে দিনের বেলায় মশার কামড় থেকে রক্ষা পেতে জোরে ফ্যান চালান। প্রথমেই রোগ ধরা পড়লে জটিলতা কমে। তাই জ্বর হলে প্রথম দিনেই ডাক্তার দেখান। করান রক্ত পরীক্ষা।

চিকিৎসকদের আরও পরামর্শ, বাড়িতে কারও জ্বর হলে, তাঁকে সবসময় মশারির মধ্যে রাখুন। কারণ, ডেঙ্গি আক্রান্তকে মশা কামড়ানোর পর সেটি অন্য কাউকে কামড়ালে রোগ সংক্রমণের আশঙ্কা থাকে পুরোমাত্রায়। তাই পরিবারের একজনের ডেঙ্গি হলে বাকিরাও যাতে আক্রান্ত না হন, সে জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।