কলকাতা:  ডেঙ্গি আক্রান্ত হয়ে গত সপ্তাহে বেলভিউয়ে ভর্তি হন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, স্নেহাশিসের অবস্থা আশঙ্কাজনক। তাঁর প্লেটলেট নেমে গিয়ে ২০ হাজারে। প্রবল জ্বর ও শারীরিক দুর্বলতায় আক্রান্ত স্নেহাশিস। সৌরভের দাদা, এই প্রাক্তন ক্রিকেটারকেও দু দফায় প্লাজমা ও রক্ত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ বিকেলে ফের রক্ত দেওয়া হবে বলে জানা গিয়েছে। গত শুক্রবার থেকে স্নেহাশিস ভর্তি রয়েছেন হাসপাতালে। ওড়িশ্যা থেকে জ্বরে আক্রান্ত হয়ে শহরে ফিরেছিলেন স্নেহাশিস। তারপর রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে।

এদিকে স্নেহাশিসের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পরই সৌরভের বেহালার বাড়িতে পুর অভিযানে যায় পুরসভার প্রতিনিধিরা। পুরসভা সূত্রে খবর, সিএবি সভাপতির বাড়ির পিছনের জমা জঞ্জাল উত্সস্থল হয়ে উঠেছে ডেঙ্গির। কলকাতা পুরসভা সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওই জঞ্জাল পরিষ্কারের নোটিসও দিয়ে এসেছে। পুরকর্মীরা জানিয়েছেন, ওই জায়গাগুলি থেকে জঞ্জাল পরিষ্কারের জন্য তাঁদের সাহায্য করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।