চাকরি ছাড়ায় বিধাননগরের মেয়রের প্রাক্তন গাড়িচালককে মারধর?
ABP Ananda, web desk | 17 Feb 2017 12:01 PM (IST)
সল্টলেক: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর প্রাক্তন গাড়িচালককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাবলু মণ্ডল নামে ওই চালক কয়েকদিন আগে সব্যসাচী দত্তর গাড়ি চালানো ছেড়ে দেন। এরপর তিনি একটি অটো চালাতে শুরু করেন। বাবলুর অভিযোগ, কেন তিনি মেয়রের গাড়ি চালানো ছেড়ে দিলেন, এই প্রশ্ন তুলে আজ করুণাময়ী মোড়ে তাঁকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেন সব্যসাচীর অনুগামীরা। গুরুতর জখম হন ওই চালক। বিধাননগর পূর্ব থানায় তিনি গোটা ঘটনাটি জানিয়েছেন। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।