কলকাতা: সাধারণ মানুষ হোক কিংবা ভিআইপি। জালিয়াতদের হাত থেকে রেহাই নেই কারও। চক্রের জাল যে কতটা গভীরে ফের একবার তার প্রমাণ মিলল। এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন!!
জালিয়াতির সেই একই কায়দা। প্রথমে ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন। ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়া। তারপর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। ঠিক এমনটাই ঘটেছে প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেনের সঙ্গে।
অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লক্ষ ১২ হাজার ৮৯৯ টাকা। শ্যামল সেন জানিয়েছেন, নভেম্বরের মাঝামাঝি এসবিআই ম্যানেজার পরিচয়ে একজন ফোন করেছিল। সরল বিশ্বাসে কার্ডের তথ্য দিয়েছিলাম। তারপরে দেখি লক্ষাধিক টাকা তুলে নেওয়া হয়েছে। একজন ধরা পড়েছে। গোটা চক্রটাই ধরার প্রয়োজন আছে।
১৯ নভেম্বর শ্যামপুকুর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন প্রাক্তন রাজ্যপাল। তদন্তে নামে লালবাজারের ব্যাঙ্ক প্রতারণা শাখার গোয়েন্দারা। জানা যায়, ৯টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে, শ্যামল সেনের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে। ব্যাঙ্কের তথ্য খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পারেন, মহম্মদ জাহিদ নামে এক যুবকের কথা।
আসানসোলের দক্ষিণ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, জালিয়াতির নেপথ্যে একটি চক্র কাজ করছে। ধৃতকে আদালতে তোলা হলে ১৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এরই মধ্যে যাদবপুরেও ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে, ২ লক্ষ ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনায় জামুড়িয়া ও অন্ডাল থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। তদন্তকারীদের অনুমান, দু’টি ঘটনার নেপথ্যে রয়েছে ঝাড়খণ্ডের চক্র। যারা কমিশনের টোপ দিয়ে, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমা লাগোয়া এলাকার যুবকদের ব্যবহার করছে।