Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: 'ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে, ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন', জানাল হাসপাতাল

অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Dec 2020 12:07 PM

প্রেক্ষাপট

কলকাতা: সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ-তে। দেওয়া হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশন।সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। চিকিৎসকরা পরীক্ষা করে...More

Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: "ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে, ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন", জানাল হাসপাতাল




প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। সকাল সাড়ে ১১টার মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে--

ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে


রক্ত -শরীরের ইমেজিং পরীক্ষার ফল সন্তোষজনক


কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক


যদিও তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক


রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক


ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন


ভেন্টিলেশন থেকে বের করাই চ্যালেঞ্জ


ভেন্টিলেশন থেকে বের করে ওঁকে দিতে হবে বাইপ্যাপ