Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: 'ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে, ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন', জানাল হাসপাতাল

অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Dec 2020 12:07 PM
Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: "ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে, ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন", জানাল হাসপাতাল




প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। সকাল সাড়ে ১১টার মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে--

ঘুমের ওষুধ কমিয়ে দেখা হয়েছে


রক্ত -শরীরের ইমেজিং পরীক্ষার ফল সন্তোষজনক


কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক


যদিও তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক


রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক


ধীরে ধীরে কমানো হবে ভেন্টিলেশন


ভেন্টিলেশন থেকে বের করাই চ্যালেঞ্জ


ভেন্টিলেশন থেকে বের করে ওঁকে দিতে হবে বাইপ্যাপ

Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: ক্রিয়েটিনিন স্বাভাবিক, চিন্তা বাড়াচ্ছে পটাশিয়ামের মাত্রা




শরীরে পটাশিয়ামের মাত্রা ৫.৪ শতাংশ। যা চিন্তার বিষয়। সাধারণত থাকা উচিত ৪.৫ শতাংশ।



ক্রিয়েটিনিন-এর মাত্রা ৮৪। যা স্বাভাবিক।



শ্বেতকণিকা রয়েছে ১০৫০০। স্বাভাবিক অবস্থায় থাকার কথা ৬ থেকে ১১ হাজার। চিকিত্‍সকদের মতে, শ্বেতকণিকা বাড়ার অর্থ সংক্রমণ এখনও রয়েছে।

Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ এখন নিয়ন্ত্রণে




প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তবে শরীরে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ সহ বেশ কিছু মাপকাঠি এখন নিয়ন্ত্রণে।



উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, রেসপিরেটরি অ্যাসিডোসিস মার্কার -এর স্বাভাবিক পরিমাপ ৭.৩২ শতাংশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগে এই মাপকাঠি ছিল ৭.১৪ শতাংশ। এখন এর মাত্রা ৭.৪৮ শতাংশ।



PCO2 -এর স্বাভাবিক মাত্রা হল ৩৫ থেকে ৪০। সিওপিডি রোগীদের ওই মাত্রা থাকে ৫২ থেকে ৬০ শতাংশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে ওই মাত্রা ৫২।
Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: বুদ্ধদেব ভট্টাচার্যকে ৩৫ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে, দেওয়া হয়েছে স্টেরয়েড




প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন এখন ৯২ থেকে ৯৫ এর মধ্যে ঘোরাফেরা করছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৬২। গতকাল গভীর রাতে চিকিত্‍সকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। চিকিত্‍সকরা আশাবাদী, এইভাবে যদি তিনি সাড়া দেন তাহলে তাঁকে তাড়াতাড়ি ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে আনা সম্ভব হবে। আজ সকাল ১০টায় বসবে মেডিক্যাল বোর্ড। গতকাল প্রবল শ্বাসকষ্টের কারণে তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়।
Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা ৬২, ডাই অক্সাইডের পরিমাণ ৪২




হাসপাতাল সূত্রে খবর, শেষ টেস্টের রিপোর্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৪২ পাওয়া গিয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৬২। সিওপিডি-র ক্ষেত্রে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমনই থাকে।
Buddhadeb Bhattacharya Hospitalised, Live Updates: জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের




গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
অত্যন্ত সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভেন্টিলেশনে বুদ্ধবাবু। হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা রাজ্যপালের।
অত্যন্ত সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি উডল্যান্ডস। রাখা হয়েছে ভেন্টিলেশনে। করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়ায় উদ্বেগ। চিকিৎসায় ৫ সদস্যের টিম।
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় ২ সদস্যের টিম। খবর পেয়েই হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। উডল্যান্ডসে বিমান-সূর্যকান্ত-সুজন। আরোগ্য কামনা রাজ্যপালের।
সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি উডল্যান্ডস। রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়া নিয়ে উদ্বেগ।
সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি উডল্যান্ডস। রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়া নিয়ে উদ্বেগ।
সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি। রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে পুরনো নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা রিপোর্ট নেগেটিভ। এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। বুদ্ধদেব ভট্টাচার্যের পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক। বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় ২ সদস্যের দল গঠন। হাসপাতালে গেলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, ফিরহাদ হাকিম। উডল্যান্ডস হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

প্রেক্ষাপট

কলকাতা: সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখা হয়েছে আইসিইউ-তে। দেওয়া হয়েছে নন-ইনভেসিভ ভেন্টিলেশন।

সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। চিকিৎসকরা পরীক্ষা করে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

বিকেল পাঁচটায় হাসপাতাল সূত্রে জানানো হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের এখন অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯৫। পালস রেট ও রক্তচাপ স্বাভাবিক। রাখা হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশনে। সিটি স্ক্যানে নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। তবে তাঁর  করোনা রিপোর্ট নেগেটিভ।

এর আগে দুপুর ১.৫০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। জানা গিয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর কাছাকাছি নেমে গিয়েছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।  হাসপাতালে আনার পর হয় করোনা পরীক্ষা করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হয়েছে চেস্ট এক্স-রে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় ট্যুইট বর্তমানের। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, শ্বাসকষ্ট নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে উদ্বিগ্ন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।






এর আগে, গত বছরের সেপ্টেম্বরেই শ্বাসকষ্টের কারণেই চিকিৎসক ফুয়াদ হালিমের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিজেই বাড়ি ফিরে যেতে বারবার বলছিলেন।  তিনদিন পরই তাঁকে সেবার ছেড়ে দেওয়া হয়েছিল।

বিস্তারিত একটু পরেই...চোখ রাখুন

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.