কলকাতা: এভারেস্ট জয়ের পর শহরে ফিরলেন চার পর্বতারোহী৷ হাওড়ায় সংবর্ধনা এভারেস্টজয়ী মলয় মুখোপাধ্যায়কে৷ দলগত ঐক্যই সাফল্য এনেছে, জানালেন পর্বতারোহীরা৷ সামনে আরও অভিযানের হাতছানি৷
এভারেস্ট জয়ের স্বপ্নপূরণ করে অবশেষে ঘরে ফেরা৷ বৃহস্পতিবার কাঠমাণ্ডু থেকে শহরে ফিরলেন চার এভারেস্টজয়ী পর্বতারোহী৷ সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্যায়, রূদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায়৷ তাঁদের বরণ করে নিতে দমদম বিমানবন্দরে মানুষের ঢল৷ আত্মীয়-পরিজন থেকে প্রতিবেশী-বন্ধু, বান্ধব৷ এভারেস্টজয়ীদের বীরের সম্মান৷ বিমানবন্দরে এসে পৌঁছন ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীও৷
হাওড়ায় বাড়ি ফেরার পথে মলয় মুখোপাধ্যায়কে সংবর্ধনা৷ হাওড়া শরত সদনের গেটে হাওড়া মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের তরফে সংবর্ধনা দেওয়া হয়৷ অনুষ্ঠানে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ রায়৷ মলয়কে মোহনবাগানের জার্সি উপহার দেন সাংসদ প্রসুণ বন্দ্যোপাধ্যায়৷
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছোঁওয়ার স্বপ্ন ছিল৷ সফল হয়েছে সেই স্বপ্ন৷ এবার ফের নতুন অভিযানের হাতছানি৷ ফের তৈরি হওয়া, নতুন পথের জন্য৷
Exit Poll 2024
(Source: Poll of Polls)
শহরে ফিরলেন চার এভারেস্টজয়ী পর্বতারোহী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2016 04:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -