কলকাতা: যাত্রা শুরু করল ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন ট্রেন। নাম রাখা হয়েছে বন্ধন এক্সপ্রেস। এই ট্রেন চলবে কলকাতা স্টেশন থেকে খুলনা পর্যন্ত। আজ সকালে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করেন। কলকাতা স্টেশনে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেলা সাড়ে এগারোটায় রওনা দেয় নয়া ট্রেন। তার আগে হয় উদ্বোধনী অনুষ্ঠান।