নিম্নচাপ কাটিয়ে আজ থেকে ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা, থাকবে গুমোট গরম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2018 08:58 AM (IST)
কলকাতা: আজ থেকে ফের ঊর্ধ্বমুখী পারদ। রবিবার বৃষ্টির পর তাপমাত্রা বেশ কিছুটা নেমেছিল। আজ থেকে ফের গুমোট গরমের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায়, বেলা গড়ালে বাড়বে অস্বস্তিও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিকে, ঘূর্ণাবর্ত থাকায় উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।