গড়িয়া: ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনা। বিদ্যুৎস্পষ্ট হয়ে যুবকের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর শিশুকন্যা। জখম আরও এক শিশু।
ছাদে উঠতে উঠতে, ছোট্ট মেয়েকে বলেছিলেন, সবার সুতো কেটে তবেই নামব। কিন্তু সেটা করতে গিয়েই ছিঁড়ে গেল জীবনের সুতো!
মৃত্যু হল বাবার...ছোট্ট মেয়েটা মৃত্যুর সঙ্গে লড়ছে। রবিবার মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হল গড়িয়া।
স্টেশন সংলগ্ন নবশ্রী বাজারের যে বাড়িতে যুবক থাকতেন সেখানেই ছিল বিশ্বকর্মা পুজো। সবাই হই-হুল্লোরে ব্যস্ত।
পুজোর পর রবিবার বিকেলে, ৬ বছরের মেয়েকে নিয়ে ছাদে ঘুড়ি ওড়াতে যান সঞ্জীব কুমার দাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে সরু তার দিয়ে যুবক ঘুড়ি ওড়াচ্ছিলেন, সেই তার জড়িয়ে যায় বাড়ির পাশ দিয়ে যাওয়া হাইটেনশন লাইনে! ছিটকে পড়েন দু’জন। বিদ্যুৎস্পৃষ্ট হয় ছাদে থাকা আরও দুই শিশুর!
বাবা-মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সঞ্জীবকে বাঁচানো যায়নি। স্থানীয়দের দাবি, লাটাইয়ে সুতোর বদলে তার ব্যবহার করার ফলেই দুর্ঘটনা।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৬ বছরের অনুষ্কা দাস। তার একটি পা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎস্পষ্ট হওয়া আরেক শিশু এসএসকেএমে চিকিৎসাধীন।
ঘুড়ি ওড়াতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুৎস্পষ্ট হয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মেয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2017 07:29 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -