গ্যাস লিকের আতঙ্ক পার্ক স্ট্রিটের হ্যারো হল স্কুলে
ABP Ananda, web desk | 03 Nov 2016 12:36 PM (IST)
কলকাতা: পার্ক স্ট্রিটের হ্যারো হল স্কুলে গ্যাস লিকের আতঙ্ক। খালি করা হল স্কুল। ২৭বি পার্ক স্ট্রিটের এই স্কুলে আজ সকাল ১১টা নাগাদ ক্লাস চলাকালীন গ্যাসের গন্ধ পান শিক্ষকরা।আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন আতঙ্কিত অভিভাবকরাও। খবর দেওয়া হয় দমকলে। দ্রুত খালি করে দেওয়া হয় স্কুল। গ্যাসের উত্সস্থল খোঁজার চেষ্টা করছেন দমকলকর্মীরা।