হিন্দোল দে, কলকাতা: লেদার কমপ্লেক্সে পাইপলাইনের গ্যাসে ১ শ্রমিকের মৃত্যু। গুরুতর অসুস্থ আরও ২ শ্রমিক।


জানা গিয়েছে, লেদার কমপ্লেক্স ১০-এর অন্তর্গত একটি নিকাশি পাইপলাইনের কাজ চলছিল কেএমডিএ-র তত্ত্বাবধানে। ওই শ্রমিকরা নতুন পাইপলাইন রঙ করতে নেমেছিলেন।


প্রত্যক্ষদর্শীদের মতে, পাইপলাইনে আটকে পড়েন তিন শ্রমিক। পাইপলাইনে গ্যাস লিক হওয়ায় অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। দুজনকে কোনওমতে উদ্ধার করা সম্ভব হলেও একজন ভিতরেই আটকে ছিলেন।


পরে, তাঁকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।


পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, লেদার কমপ্লেক্সের কাজে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। তার গ্যাস হতে পারে। অথবা, রঙের গ্যাসও হতে পারে। সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।


পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে, এধরনের কাজের ক্ষেত্রে যে যে সুরক্ষা ব্যবস্থা থাকার প্রয়োজন, তা ছিল কি না।


বিস্তারিত একটু পরেই....


.