কলকাতা: স্ত্রীকে এত মারধর, গঞ্জনা দেওয়া হচ্ছে, তবু কিছুতেই ছেলের জন্ম দিচ্ছে না, জন্মাচ্ছে কিনা শুধু মেয়ে! স্রেফ এই ‘অপরাধে’ রাজারহাটে এক গৃহবধূকে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
মৃতার নাম ফতেমা বিবি, বাড়ি রাজারহাটের পানাপুকুর গ্রামে। গতকাল বিকেলে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ফতেমার শ্বশুরবাড়িতে যান তাঁর মা ও কয়েকজন আত্মীয়। গিয়ে দেখেন, ঘরেই পড়ে রয়েছে মেয়ের অগ্নিদগ্ধ দেহ। মৃতার হাত পা বাঁধা ছিল বলে অভিযোগ।
ফতিমার বাপের বাড়ির লোকজন অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর ওপর চাপ দিচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা। এরপর ৪ কন্যা সন্তানের জন্ম হওয়ায় অত্যাচারের মাত্রা বাড়ে, তার জেরেই এই খুন। স্বামী সহ ৮ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতে থানার সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিজনরা।
মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুত্র নয়, বারবার জন্মাচ্ছে কন্যা, রাজারহাটে গৃহবধূ ‘খুন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2018 09:45 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -