কলকাতা: তিনদিন কেটে গিয়েছে। কিন্তু, চার বছরের যে শিশুর ওপর যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ, তাঁকে একবার দেখতে পর্যন্ত যাননি জি ডি বিড়লা স্কুলের কোনও শিক্ষিকা। যা দেখে বিস্মিত শিশুর পরিবার।
শিশুটির বাবার দাবি, শনিবার রাতে তাঁদের বাড়িতে একটি চিঠি পাঠিয়েছেন অধ্যক্ষা। যেখানে বলা হয়েছে, ধৃত দুই শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। নির্যাতিত শিশুর বাবা বলেন, চিঠি দিয়েছে। তাতে লেখা শিক্ষককে বরখাস্ত করেছে। তাও হাতে দেয়নি। একতলায় অফিসে দিয়ে গেছে।
কিন্তু তাঁর প্রশ্ন, তাহলে অধ্যক্ষা প্রথমে কার্যত কিছু হয়নি বলে ঘটনা উড়িয়ে দিলেন কেন? কিছু না হয়ে থাকলে এখন দুই শিক্ষককে বরখাস্ত করা হল কেন? তাহলে কি অধ্যক্ষা কিছু আড়ালের চেষ্টা করেছেন? শিশুর বাবার দাবি, প্রথমে বলেছিল দুর্ঘটনা হয়নি। স্যাক করল কেন? জবাব দিতে হবে।
শনিবার শিশুর মা-ও দাবি করেন, অধ্যক্ষা অসত্য কথা বলেছেন। তিনি বলেন, অধ্যক্ষা বলছে, বাচ্চাকে দেওয়ার সময় বাচ্চা সুস্থ ছিল। বলছে, স্কুল থেকে বেরনোর সময় কাঁদছিল। এই প্রেক্ষিতে অধ্যক্ষারও কড়া শাস্তি দাবি করেছেন নির্যাতিত শিশুর পরিবারের আইনজীবী।
এর মধ্যে আবার বিতর্ক তৈরি হয়েছে জি ডি বিড়লা স্কুল বন্ধের এই নোটিস ঘিরে। যেখানে বলা হয়েছে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ। অভিভাবকরা অবশ্য এর ঘোর বিরোধী। তাঁদের প্রশ্ন, দাবিদাওয়া না মিটিয়ে স্কুল বন্ধ রেখে কী লাভ? এতে তো পড়ুয়াদেরই ক্ষতি।
সব মিলিয়ে, স্কুলে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন ছিলই। এবার জি ডি বিড়লা স্কুলের পড়ুয়াদের পড়াশোনার কী হবে, তা নিয়েও অভিভাবকদের মনে দানা বাঁধছে উদ্বেগ
জিডি বিড়লাকাণ্ড: বরখাস্ত অভিযুক্ত ২ শিক্ষক, ঘোষণা কর্তৃপক্ষের, স্কুল বন্ধে নোটিস ঘিরে ক্ষুব্ধ অভিভাবকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 08:36 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -