কলকাতা: ক্ষোভের পারদ চড়ছিলই। এবার তা আছড়ে পড়ল কলকাতার রাস্তায়। জি ডি বিড়লাকাণ্ডে রবিবার সকালে রাস্তায় নামলেন অভিভাবকরা। মিছিল থেকে সমস্বরে উঠল চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনের ঘটনায় বিচারের দাবি।
রবিবার সকালে রানিকুঠিতে জি ডি বিড়লা স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা। আসেন নির্যাতিত শিশুর বাবাও। সেখানেই বৈঠক করে একটি ফোরাম তৈরি করেন অভিভাবকরা। তারপর দোষীদের শাস্তির দাবিতে প্রথমে কিছুক্ষণ রানিকুঠিতে রাস্তা অবরোধ করেন তাঁরা।
সেখান থেকে মিছিল করে অভিভাবকরা যান টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে। শিশুর ছবি এঁকে প্রতীকি বিক্ষোভ দেখানো হয়। ফের রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ অভিভাবকরা। এখান থেকেও স্কুলের অধ্যক্ষার ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিত শিশুর বাবা।
এরই মধ্যে বিক্ষোভস্থলে পৌঁছোন ডি সি এসএসডি রূপেশ কুমার। তিনি প্রস্তাব দেন, সোমবার আলিপুর বডিগার্ড লাইন্সে পুলিশের মধ্যস্থতায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসুক অভিভাবকরা।
যদিও, অভিভাবকরা এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছেন। প্রায় সাড়ে চার ঘণ্টা পর টালিগঞ্জে রাস্তা অবরোধ তোলেন অভিভাবকরা। সোমবারও জি ডি বিড়লা স্কুলের সামনে জমায়েতের ডাক দিয়েছেন তাঁরা।
এদিকে, রবিবার সকালে জিডি বিড়লা স্কুলের অভিভাবকরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তাতে অংশ নেন এম পি বিড়লা স্কুলের পড়ুয়া সেই শিশুর মা-ও। তিনি বলেন, আমার ঘটনার বিচার চাইছি। ওই ঘটনায় ব্যবস্থা নেওয়া হলে হয়তো আজ এমনটা হত না। করার আগে ভয় পেত।
শিশুটির অভিভাবকদের দাবি, অভিযুক্তদের চিহ্নিত করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বলেন, আমার বাচ্চা আরও ছোট। সে নাম বলতে পারছে না। আঙ্কল বলে চিহ্নিত করেছে। স্কুল বলছে এনাফ নয়। তারা এখনও স্কুলে। ওরা বলছে সাজিয়ে বলছি। আমার বাচ্চা নাকি এখানে এখন পড়েই না। সরিয়ে নিয়ে গেছি। একজন মা কখনও মিথ্যে বলে না।
জিডি বিড়লাকাণ্ড: বিচারের দাবিতে পথে অভিভাবকরা, সামিল এমপি বিড়লার নির্যাতিত শিশুর পরিবারও, পথ অবরোধ, আলোচনার প্রস্তাবও খারিজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 10:12 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -