খুলে গেল জিডি বিড়লার সিনিয়র সেকশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Dec 2017 07:26 AM (IST)
কলকাতা: আজ থেকে খুলে গেল জিডি বিড়লা স্কুল। আজ স্কুলের সিনিয়র সেকশনের ক্লাস শুরু হয়েছে। আগামীকাল থেকে খুলবে স্কুলের জুনিয়র সেকশন। গতকাল অভিভাবকদের সঙ্গে বৈঠকে পর প্রিন্সিপালকে দীর্ঘকালীন ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দায়িত্ব দেওয়া হয় ভাইস প্রিন্সিপালকে। এরপরেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়ায় আসতে রাজি হন আন্দোলনকারী অভিভাবকরা। জিডি বিড়লা স্কুলের মধ্যে নির্যাতিত হওয়া শিশুটি আপাতত সল্টলেকের হাসপাতালে ভর্তি। তার অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, তার শরীরে এখনও যন্ত্রণা রয়েছে। গতকাল রাতে ভর্তি হওয়ার পর থেকে কিছু খায়নি শিশুটি। তবে রাতে ঘুমিয়েছে সে। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা তাকে ওই হাসপাতালে ভর্তি করেন।