কলকাতা: সল্টলেকে অনলাইন প্রতারণা চক্রের কারবারে নয়া তথ্য। ওই ঘটনার তদন্তে কলকাতায় এসেছে জার্মান পুলিশ।


অভিযোগ, প্রায় ১ বছর আগে সল্টলেকে কল সেন্টার খুলে প্রতারণার কারবার শুরু হয়। চক্রের মাস্টারমাইন্ড রিচা পিপলওয়া নামে এক তরুণী। সিআইডি ওই তরুণী সহ ৫ জনকে গ্রেফতার করেছে।

গোয়েন্দাদের দাবি, প্রতারণার কারবার থেকে দিনে গড়ে ৭৫ হাজার থেকে ১ লক্ষ টাকা আয় হত। মূলত জার্মানি, সুইডেন, কানাডা ও ইন্দোনেশিয়ায় কোটি কোটি টাকা প্রতারণা করে ধৃতরা।

এ ব্যাপারে অভিযোগ পেয়ে তৎপর হয় জার্মান পুলিশ। ধৃত ৫ জনকে জেরা করার জন্য গতকাল রাতে কলকাতা হাজির হয়েছে জার্মান পুলিশের তিন সদস্যের প্রতিনিধিদল। এদের মধ্যে একজন সে দেশের সরকারি আইনজীবী।