কলকাতা: প্রকাশ্য রাস্তায় ধূমপান ও ছোট প্যান্ট পরায় এক কলেজ ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ওই পড়ুয়াকে সিগারেট খেতে দেখে কটুক্তি করে শাসক দলের কর্মীরা। তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ জানান তিনি।
যদিও পুলিশ জানিয়েছে, এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ থাকার প্রমাণ মেলেনি।
২২ বছরের মেয়েটি জানিয়েছেন, ঘটনার পরই তিনি পুলিশের এমারজেন্সি নম্বর ১০০-তে ফোন করেছিলেন। নেতাজী নগর থানায় ‘অজ্ঞাতপরিচয়’ ওই ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন তিনি।
ছাত্রীর এফআইআর-এর বয়ান অনুযায়ী, তিনি ও তাঁর কলেজের এক ছাত্র নেতাজী নগরের গাঁধী কলোনি এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন। মেয়েটি পরেছিলেন একটি ছোট প্যান্ট। বাড়ির কাছে এসে সিগারেট ধরান তিনি। তখনই শাসক দল তৃণমূলের ছ’জন ক্যাডার তাঁদের উপরে হামলা চালায়। তিনি যেখান দিয়ে যাচ্ছিলেন সেই সময়ে ওই জায়গায় তৃণমূলের একটি নির্বাচনী পথসভা চলছিল। যারা চড়াও হয়, তারা ওই সভায় ছিল বলে দাবি মেয়েটির। তখনই শাসকদলের কয়েকজন এসে তাঁকে জিজ্ঞাসা করেন, কেন এরকম পোশাক পরে প্রকাশ্যে সিগারেট খাচ্ছেন তিনি। এরপরই তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটি।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেকারণে তাঁকে নিষেধ করা হয়নি। নিষেধ করা হয়েছিল সে মেয়ে বলে। তার ওপর ছোট প্যান্ট পরে এক পুরুষ সঙ্গীর সঙ্গে বাড়ির কাছাকাছি জায়গায় সিগারেট খাওয়ায়, অসন্তুষ্ট হয় শাসক দলের লোকজন।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ওই ছাত্রীর অভিযোগ, পুলিশও তাঁকে হেনস্থা করেছে। ওই সাইটে তরুণী লিখেছেন, পুলিশ বারবার অভিযোগের বয়ান বদল করতে বলেছে। পুলিশ তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ায় প্রতিবেশীরা ভেবেছেন, তিনিই কোনও অপরাধ করেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছাত্রী আরও লিখেছেন, ‘‘রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশ ফের আমার বাড়িতে আসে। অভিযোগের একটা ভুল সংশোধন করার জন্য। তার পরে ফের আমাকে থানায় ডাকা হয়।’’ ছাত্রীর মন্তব্য, ‘‘মনে হচ্ছে, অপরাধের অভিযোগ করতে গিয়ে আমি নিজেই কোনও অপরাধ করে ফেলেছি। বুঝতে পারছি না, কে বেশি বিপজ্জনক, পাড়ার গুন্ডা, নাকি থানার পুলিশ।’’
নেতাজী নগর থানার পুলিশ দেবাশীষ চক্রবর্তী জানিয়েছেন, দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন তাঁরা। কিন্তু এখনও পর্যন্ত এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ পাননি তাঁরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ আরও জানিয়েছে, নির্দিষ্ট করে কারোর নাম না বলায় তাঁদের অভিযুক্তদের ধরতে সময় লাগছে।
পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দেবাশীষ জানিয়েছেন, অভিযোগ পত্রে সময়, দিন এগুলো না লেখাতেই ওই পড়ুয়াকে থানায় ডাকা হয়েছিল। তাঁকে যখন বাড়ি পৌঁছে দেওয়া হয়, সেইসময় সঙ্গে মহিলা পুলিশও ছিল।
ছোট প্যান্ট পরে প্রকাশ্যে ধূমপান! কলেজ ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত তৃণমূল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Apr 2016 05:18 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -