কলকাতা: আপনার শিশুসন্তান সুস্থ আছে কি না, সেটা তার ত্বক দেখেই বোঝা যায়। সন্তানের ত্বক যাতে নরম থাকে, সেটা নিশ্চিত করার জন্য সব মা-ই শুধু খাঁটি ও হাল্কা পণ্যের উপরেই ভরসা করেন। বাজারে বহু পণ্যই পাওয়া যায়। সেগুলির মধ্যে থেকে উপযুক্ত পণ্যটি বেছে নেওয়ার গুরুদায়িত্ব থাকে মায়ের উপর। শিশুর সূক্ষ ত্বকের সুরক্ষার জন্যও সঠিক পণ্য বেছে নেওয়া জরুরি। শিশুদের ত্বক যেহেতু প্রাপ্তবয়স্কদের তুলনায় তিনগুণ পাতলা, তাই তাদের ত্বকে শুধু নরম পণ্যই ব্যবহার করা উচিত। শিশুর ত্বকে ব্যবহার করার জন্য কোনও পণ্য কিনতে গেলে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। জেনে নিন সেগুলি কী-

পণ্যের উপাদানগুলির দিকে নজর রাখুন-
শিশুর ত্বকের যত্ন নেওয়ার জন্য কোনও পণ্য কিনতে গেলে আমাদের অনুরোধ, আগে সেই পণ্যটিতে কী কী উপাদান ব্যবহার করা হয়েছে সেটি ভাল করে দেখে নিন। আপনার সন্তানের ত্বকের
১০০ শতাংশ সুরক্ষা ও যত্ন নিশ্চিত করবে, শুধু এই ধরনের উপাদানগুলিই সেই পণ্যে থাকা উচিত। বর্তমান সময়ের মায়েরা বেবি প্রোডাক্টগুলিতে ব্যবহৃত উপাদানগুলির বিষয়ে সচেতন। তাঁরা সেদিকে লক্ষ্য রাখেন। জনসনের কোনও পণ্যেই প্যারাবেন, সালফেটের মতো অপ্রয়োজনীয় উপাদান ব্যবহার করা হয় না।

পণ্যের উপাদানগুলি থেকে অ্যালার্জি হতে পারে কি না নিশ্চিত হয়ে নিন-

চিকিৎসকদের পরামর্শ, শিশুর ত্বকে ব্যবহৃত কোনও পণ্যের মাধ্যমে যাতে অ্যালার্জি না হয়, সেটি অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। আমাদের অনুরোধ, শিশুর ত্বকে কোনও পণ্য ব্যবহার করার পর যদি দেখেন সংক্রমণ বা র‌্যাশ হচ্ছে, তাহলে অবিলম্বে সেই পণ্য ব্যবহার বন্ধ করে দিন এবং চিকিৎসকের পরামর্শ নিন। শিশুদের ত্বকে ব্যবহৃত কোনও পণ্যের মাধ্যমে যাতে অ্যালার্জি না হয়, সেটা নিশ্চিত করার জন্য জনসনের প্রতিটি পণ্যেরই পাঁচস্তরীয় পরীক্ষা হয়।

পণ্যের নির্দিষ্ট গুণমান থাকা জরুরি-

শিশুদের নরম ও সূক্ষ ত্বকের কথা মাথায় রেখে নির্বাচিত পণ্যগুলির জাতীয় ও আন্তর্জাতিক স্তরের নির্দিষ্ট গুণমান থাকা জরুরি। তাই কোনও পণ্য কেনার আগে দেখে নিন সেটি কতবার পরীক্ষিত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গুণমান আছে কি না।

পণ্যের গন্ধ যেন শিশুর পক্ষে আরামদায়ক হয়-

জন্মের দিন থেকেই শিশুরা ঘ্রাণেন্দ্রিয় ব্যবহার শুরু করে। হাল্কা সুগন্ধ শিশুদের আনন্দ দেয় এবং আরামে থাকতে সাহায্য করে। হাল্কা সুগন্ধ শিশুদের মানসিক বৃদ্ধির সহায়ক। তবে মাথায় রাখতে হবে, কোনও পণ্যের গন্ধ যেন কড়া না হয় এবং শিশুদের অসুবিধায় না ফেলে। কোনও পণ্যের গন্ধে যাতে শিশুরা সমস্যায় না ফেলে, সে বিষয়ে নিশ্চিত হতে হবে।

পণ্যটি শিশুদের ত্বকের পক্ষে নরম কি না, সেটি পরীক্ষিত হওয়া দরকার-

প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ত্বক এবং পিএইচ মাত্রা আলাদা। শিশুদের শরীরের বিভিন্ন অংশের ত্বকে পিএইচ মাত্রা আবার আলাদা। সেই কারণে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র পাওয়া বেবি প্রোডাক্টই ব্যবহার করা উচিত। বেশিরভাগ বেবি প্রোডাক্টই পরীক্ষা করা হয়। কিন্তু সেই পরীক্ষার ফল কী হয়েছে, সেটি জানা যায় না। অন্যদিকে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র পাওয়া পণ্যগুলি বিভিন্ন পরীক্ষায় ১০০ শতাংশ সাফল্য পায়। সেগুলির গুণমান নিয়ে কোনও সন্দেহ নেই। জনসনের সব পণ্যই পরীক্ষায় সফল হওয়ার শংসাপত্র পেয়েছে এবং শিশুর ত্বকের পক্ষে নরম ও সুরক্ষিত।