তিন বছর পর প্রথমবার প্রকাশ্যে বিমল গুরুঙ্গ, দেখা গেল সল্টলেকের গোর্খা ভবনের বাইরে গাড়িতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2020 05:27 PM (IST)
২০১৭ সালের পর প্রথমবার প্রকাশ্যে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙ্গ।সল্টলেকে গোর্খা ভবনের বাইরে বিমল গুরুঙ্গর গাড়ি।
কলকাতা: ২০১৭ সালের পর প্রথমবার প্রকাশ্যে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙ্গ।সল্টলেকে গোর্খা ভবনের বাইরে বিমল গুরুঙ্গর গাড়ি। বন্ধ করে দেওয়া হয় গোর্খা ভবনের গেট।পুলিশের ডাকাডাকি সত্ত্বেও খোলা হল না গেট।বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফিরে গেলেন বিমল গুরুঙ্গ।রাজভবনে যেতে পারেন বিমল গুরুঙ্গ, খবর সূত্রের। পুলিশ অফিসার অমিতাভ মালিককে খুনে অভিযুক্ত বিমল।রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে বিমল গুরুঙ্গের বিরুদ্ধে।বিমলকে এতদিন হন্যে হয়ে খুঁজছিল পুলিশ।