বিমানবন্দরে উদ্ধার সোনার বিস্কুট, গ্রেফতার বাংলাদেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2016 07:51 AM (IST)
কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার সোনার বিস্কুট। গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। গতকাল রাতে এয়ার এশিয়ার বিমানে কুয়ালা লালামপুর থেকে কলকাতায় আসেন বাংলাদেশের বাসিন্দা প্যাক্স মুশির আহমেদ। সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে তাঁর শরীর থেকে উদ্ধার হয় ১১টি সোনার বিস্কুট।