স্বাস্থ্যবর্ধক পানীয়ের ভেতরে পুরে পাচার হচ্ছিল সোনা, কলকাতা বিমানবন্দরে গ্রেফতার যাত্রী
ABP Ananda, Web Desk | 28 Jul 2018 10:31 AM (IST)
কলকাতা: স্বাস্থ্যবর্ধক পানীয়ের মধ্যে গিয়ে সোনা লুকিয়ে আনার সময় কলকাতা বিমানবন্দরে গ্রেফতার হলেন ১ যাত্রী। তাঁর কাছ থেকে দুটি সোনার বাট ও সোনার গুঁড়ো উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এই সোনার আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ টাকা। গতকাল দুবাই থেকে কলকাতায় আসেন ওই যাত্রী। সন্দেহ হওয়ায় তাঁকে আটকান অভিবাসন দফতরের অফিসাররা। উদ্ধার হয় সোনার বাট ও সোনার গুঁড়ো। পরে ওই যাত্রীকে গ্রেফতার করে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট।