শহরে সোনা পাচারচক্রের হদিশ, উদ্ধার ১৮ কোটি টাকার ৫৮ কেজি সোনা
Web Desk, ABP Ananda | 13 Aug 2016 02:15 PM (IST)
কলকাতা: শহরে আন্তর্জাতিক সোনা পাচারচক্রের হদিশ। রবীন্দ্র সরণির গেস্ট হাউস থেকে গ্রেফতার ১২। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫৮ কেজি সোনা। ধৃতদের ২৪ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই গেস্ট হাউসে হানা দেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্ট বা ডিআরআই-এর গোয়েন্দারা। গ্রেফতার করা হয় ১২ জনকে। উদ্ধার হয় ৩৫০টি সোনার বিস্কুট। যার ওজন ৫৮ দশমিক ১ কেজি। আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা। গোয়েন্দাদের অনুমান, উত্তর-পূর্বাঞ্চল থেকে ওই সোনা আনা হয়েছিল পাচারের উদ্দেশ্যে।