কলকাতা: গোরাবাজারের গতকালের আগুন লাগার ঘটনায় আজ ঘটনাস্থলে আসবে ফরেনসিক দল। পুড়ে যাওয়া বাজার থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন।


অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরা পোড়া বাজার থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। রবিবার রাত দেড়টা নাগাদ গোরাবাজারের মধ্যে সবজি বাজারে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে চারপাশের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয় ২ জনের।

দমকলের ২২টি ইঞ্জিন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল।