অপহৃত জুডিথ: এন্টালির বাড়িতে বাম প্রতিনিধিদল, সুষমাকে চিঠি অধীরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2016 02:10 PM (IST)
কলকাতা ও নয়াদিল্লি: অপহরণের পর তিন দিন পার। এখনও নিখোঁজ কাবুলে অপহৃত কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজা। অপেক্ষায় পরিবার। দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়ে বিদেশমন্ত্রীকে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। যোগাযোগ রাখছে বিদেশমন্ত্রক। আগা খান ফাউন্ডেশনের তরফেও পরিবারের যোগাযোগ করা হচ্ছে। কিন্তু, এখনও খোঁজ নেই কাবুলে অপহৃত কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজার। ভাল খবরের আশায় দিন গুণছে পরিবার। অপহৃত জুডিথের দাদা জেরম ডিসু’জা এদিন বলেন, বিদেশমন্ত্রক ও আগা খান ফাউন্ডেশনের তরফে দিনে দু’বার করে ফোন করছে। যাবতীয় তথ্য দিচ্ছে। আমাদের একটাই আশা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থভাবে ফিরে আসুক। রবিবার সকালে এন্টালিতে জুডিথের বাড়িতে যায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী সহ সিপিএমের এক প্রতিনিধি দল। পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। জুডিথের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ সুলতান আহমেদও। জুডিথ ডি’সুজাকে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সকলের একটাই প্রার্থনা, সুস্থ অবস্থায় ঘরে ফিরুক ঘরের মেয়ে।