শনি-মঙ্গল কালী পুজোয় টানা ৪ দিন ছুটি সরকারি কর্মীদের
Web Desk, ABP Ananda | 24 Oct 2016 11:13 PM (IST)
হাওড়া: দুর্গাপুজোয় ১১ দিন ছুটি পেয়েছিলেন। এবার কালী পুজোতেও ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মীরা। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ, আগামী শনি ও রবিবার দু’দিন কালীপুজোর ছুটি। পরের দিন অর্থাৎ সোমবার কালীপুজোর বিসর্জনেও ছুটি থাকছে সরকারি কর্মীদের। মঙ্গলবার ভাইফোঁটা উপলক্ষ্যেও রয়েছে ছুটি।