বেসরকারি স্কুলের সঙ্গে পাল্লা দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে। এই স্কুলগুলিতে পৃথকভাবে শিক্ষক নিয়োগ হবে। স্কুলগুলি হবে সাধারণ মানুষের জন্য, কারণ হতদরিদ্র মানুষও এখন সন্তানদের পড়াতে চান ইংরেজি মাধ্যম স্কুলে।
পাশাপাশি সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পিছিয়ে পড়াও রুখবে এই উদ্যোগ।