কলকাতা: অনুষ্ঠান করে বন্ধুকে নিয়ে মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় পড়লেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। জখম সঙ্গে থাকা বন্ধু জয়দীপ বন্দ্যোপাধ্যায়ও। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত একটা নাগাদ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রবল গতিতে মোটর বাইক চালাচ্ছিলেন রণদীপ। নিউ আলিপুরের পি ব্লকের কাছে রাস্তার ধারে লোহার ব্যারিকেডে ধাক্কা মেরে বাইকটি ফুটপাথে উঠে যায়। সঙ্গে সঙ্গে ছিটকে রাস্তায় পড়েন রণদীপ এবং তাঁর বন্ধু।
দুর্ঘটনার পর স্থানীয়রাই নিউ আলিপুর থানায় খবর দেন। পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে নিউ আলিপুরের একটি নার্সিংহোমে নিয়ে যায়। পরে সেখান থেকে মল্লিকবাজারের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
নার্সিংহোম সূত্রে খবর, রণদীপের অবস্থা অতি সঙ্কটজনক। তিনি কোমায় চলে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খুলির একাংশ ভেঙে যাওয়ায় ব্রেনে আঘাত লেগেছে। অন্যদিকে, রণদীপের বন্ধু জয়দীপের পায়ে ও ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে।
এদিন দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে যান মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হাসপাতালে যান অন্যান্য অভিনেতারাও। পরিবারের দাবি, রণদীপের মাথায় হেলমেট ছিল। দুর্ঘটনার পর তা ছিটকে যায়।
এই ঘটনায় বেপরোয়া বাইক চালানো-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে নিউ আলিপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বাইকটিকে উদ্ধার করা হয়েছে।
বাইক দুর্ঘটনা, সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2017 01:46 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -