কলকাতা: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) নির্মিত ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি চতুর্থ তথা শেষ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্র্যাফট (ডব্লিউজেএফএসি)-এর উদ্বোধন করা হল বৃহস্পতিবার।


এদিন কলকাতায় জিআরএসই-র রাজাবাগান ডকে জাহাজের ‘হাল’ বা মূল কাঠামোকে প্রথমবার জলে ভাসানো হল। নৌবাহিনীর পরিভাষায় যাকে বলা হয় ‘লঞ্চ’ করা। এবার তাতে বিভিন্ন রকমের যন্ত্রপাতি লাগানো হবে। তারপর তা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

জাহাজের আয়ুর ক্ষেত্রে লঞ্চিং-এর দিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বলা যেতেই পারে, এদিনই জাহাজের ‘জ্ন্ম’ হল।

এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভাইস অ্যাডমিরাল জয়ন্ত কোর্ডে। নৌবাহিনীর প্রথা মেনে জাহাজটির সূচনা করেন তাঁর স্ত্রী অরুণা।

এদিন উপস্থিত ছিলেন জিআরএসই-র সিএমডি রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) এ কে ভার্মা এবং নৌবাহিনীর অন্যান্য পদাধিকারীরা।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপের নামের আদলে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘তারাসা’। ৪৮ মিটার দৈর্ঘ্য এবং ৭.৫ মিটার প্রস্থের এই জাহাজটির মোট ভর প্রায় ৩১৫ টন।

জানা গিয়েছে, এটি ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ নট (৬৫ কিলোমিটার) গতি তুলতে সক্ষম। অন্যদিকে, ১২-১৪ নট গতিতে এটি ২ হাজার নটিক্যাল মাইল (৩,৭০০ কিলোমিটার) পর্যন্ত একটানা জলে থাকতে পারবে বলে অনুমান।

এই জাহাজে অফিসার ও নাবিক মিলে মোট ২৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে।