কলকাতা: ‘পণ্য পরিষেবা কর’ চালু হলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব? কোন জিনিস সস্তা হবে? দাম বাড়বে কিসের? দেখে নেব একনজরে। এনেছিল কংগ্রেস। পাস হল বিজেপির আমলে। জিএসটি বা পণ্য পরিষেবা কর বিল পাস হওয়াকে ‘ঐতিহাসিক’ অ্যাখ্যা দিলেন নরেন্দ্র মোদী! স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বৃহত্তম কর সংস্কারের লক্ষ্যে সরকারের পাশে দাঁড়াল কংগ্রেস। বিল পাসের আনন্দে বুধবার অরুণ জেটলির ঘরে কেকও কাটা হয়েছে! কিন্তু সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে নতুন এই কর-ব্যবস্থা? গোটা দেশে এক কর চালু হলে কি সাধারণ মানুষের লাভ হবে, না ক্ষতি? অর্থনীতিবিদদের একাংশের মতে, পণ্য পরিষেবা কর চালু হলে, মোবাইল ফোন এবং ক্রেডিট কার্ডের বিলের খরচ আরও বাড়তে পারে। চা-কফির পাশাপাশি আরও মহার্ঘ্য হতে পারে, কৌটো ও প্যাকেটের খাবার, রত্নযুক্ত অলঙ্কার এবং পোশাক। অন্যদিকে, জিএসটি চালু হলে, বেশ কয়েকটি জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে। সেগুলি হল, এসি মেশিন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন। পাশাপাশি, রেস্তোঁরায় খাওয়া এবং সিনেমা দেখার খরচ কমার পাশাপাশি, সস্তা হতে পারে ছোট গাড়ি কিংবা মিনি এসইউভি। যদিও সব কিছু পণ্যই জিএসটি-র আওতায় আসছে না। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এবং মদ পণ্য পরিষেবা করের আওতার বাইরে থাকবে। বাণিজ্যমহলের একাংশের বক্তব্য, জিএসটি চালু হলে বাজারের ভারসাম্য বজায় থাকবে। আগামী বছরের পয়লা এপ্রিল থেকে দেশজুড়ে অভিন্ন এই ‘কর ব্যবস্থা’ চালু করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে মোদী সরকার।