মেয়রের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা, অভিযোগ দায়ের
Web Desk, ABP Ananda | 16 May 2017 06:35 PM (IST)
কলকাতা: খোদ মেয়রের স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়ার ‘চেষ্টা’! কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার চেষ্টা চালায় হ্যাকাররা। জানা গিয়েছে, গতকাল রাতে ৪ বার এসএসএম আসে। এসএমএসে উল্লেখ করা হয়, অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই। বুধবার ওই বেসরকারি ব্যাঙ্কে যোগাযোগ করেন মেয়রের স্ত্রী। অ্যাকাউন্ট হ্যাকিং হয়েছে, জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই প্রক্ষিতে মেয়র জানান, সঠিক জায়গায় তিনি আবেদন করবেন। এদিন প্রথমেই ওই ডেবিট কার্ড ব্লকড করেন মেয়রের স্ত্রী। একইসঙ্গে, পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। এদিকে, র্যানসমওয়্যার হানার প্রেক্ষিতে সকল কর্মীকে নির্দেশিকা পাঠিয়ে সতর্কীকরণ নির্দেশাবলি পাঠায় কলকাতা পুরসভা।