কলকাতা: মহম্মদ সামির সঙ্গে ঝামেলার মধ্যেই মডেলিংয়ের দুনিয়ায় ফিরে এলেন হাসিন জাহান। একদম অন্যরকম লুকে! গত কয়েক মাস ধরে বার বার ক্রিকেটার মহম্মদ সামি এবং হাসিনের দাম্পত্য নিয়ে গোলমালের খবর উঠে এসেছে শিরোনামে। সেই ঝামেলায় ইতিতো পড়েইনি, উল্টে তার তিক্ততা বেড়েছে।
অবশেষে সামি এবং হাসিন জাহান আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই অবকাশেই নিজেকে নতুন করে মেলে ধরলেন হাসিন।
শনিবার রাতের ফটোশ্যুটের এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন হাসিন স্বয়ং।
কলকাতা(calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।