কলকাতা: শুধু দুবাইতে নয়, দক্ষিণ আফ্রিকা সফরেও এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান মহম্মদ সামি। স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের বিস্ফোরক তথ্য স্ত্রী হাসিন জাহানের। হাসিনের দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়ান ভারতীয় পেসার। সেখানে ওই মহিলার সঙ্গে দিনের পর দিন কাটিয়েছেন তিনি। চ্যাটও করেছেন ওই মহিলার সঙ্গে। সামির সঙ্গে ওই মহিলার ঘনিষ্ঠতার তথ্যপ্রমাণ হিসেবে কথোপকথনের সামির মোবাইলে রয়েছে বলে দাবি হাসিনের।
'ক্রিকেটারদের পরকীয়া কোনও নতুন কথা নয়। এমন অনেক ক্রিকেটারকে দেখেছি যারা এই কাজের জন্য ডায়রি মেইনটেন করতেন'। মহম্মদ সামির প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান আইনি পরামর্শদাতা উষানাথ বন্দ্যোপাধ্যায়ের।
দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়ান সামি, ফের চাঞ্চল্যকর দাবি হাসিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2018 06:58 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -