কলকাতা: প্রতারণা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। গ্রেফতার হওয়ার ২০ দিনের মাথায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।


শুক্রবার, ১০ হাজার টাকা করে ২টি সিওরিটি বন্ডের বিনিময়ে জয়প্রকাশকে জামিন দেন বিচারপতি জয়মাল্য বাগচি। পাশাপাশি, পরবর্তী নির্দেশ পর্যন্ত সপ্তাহে ২ দিন মামলার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ারও নির্দেশ জয়প্রকাশকে দিয়েছেন বিচারপতি।


এদিন শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন, প্রাথমিকভাবে আদালতের সামনে যে তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, তার ভিত্তিতে জয়প্রকাশ মজুমদারকে আটকে রাখা যায় না।


বিচারপতি বলেন, অভিযোগকারীদের বক্তব্য পুরোটা ঠিক নয়। তাঁরা অভিযোগ এনেছিলেন জয়প্রকাশ কোনও মামলাই করেননি, অথচ দেখা যাচ্ছে এই মামলার যিনি মূল সাক্ষী, তিনিই সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট দু'জায়গায় মামলা করেছেন।


এরপরই বিজেপি নেতাকে জামিন দেন বিচারপতি। প্রসঙ্গত, টেট পরীক্ষার্থীদের প্রতারণা মামলায় গত মাসের ১৪ তারিখ টানা ৮ ঘণ্টা জেরার পর জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। গ্রেফতারের পর পুলিশি হেফাজতে ছিলেন তিনি।


জয়প্রকাশের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। ২১ জানুয়ারি তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিধাননগর আদালত। পুলিশ সূত্রে খবর, মামলার মাধ্যমে টেট পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য তিনি টাকা নিয়েছিলেন বলে গত বছর ২৮ আগস্ট বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়েছিল।


শুক্রবার জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তঁর আগে হাইকোর্ট থেকে শর্তস্বাপেক্ষে জামিন পেলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।