কলকাতা: আসন্ন প্রাথমিক টেট-এ বসতে চেয়ে এবং টেট-এর বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলার দায়ের করেছেন প্রায় ৩০০ জন প্রশিক্ষণরত প্রার্থী।


সেই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেন, প্রশিক্ষণরতরা প্রাথমিক টেট-এ বসলে অসুবিধা কোথায়? পরীক্ষায় বসা মানেই চাকরি পাওয়ার অধিকার জন্মায় না।

পাশাপাশি, মামলার শুনানির সময় বিচারপতি আরও বলেন, এই মামলাটিই প্রশিক্ষণরতদের টেট-এ বসতে চাওয়া সংক্রান্ত শেষ মামলা যা কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। এরপর এই সংক্রান্ত আর কোনও মামলা গ্রহণ করা হবে না।

সম্প্রতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা টেট-এর যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে বলা হয়েছে ,শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা দিতে পারবেন এনসিটিই অনুমোদিত সংস্থা কিম্বা আরসিআই-এর প্রশিক্ষণপ্রাপ্তরাই।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রায় ২০০ জন কর্মপ্রার্থী।

পরীক্ষায় বসার অনুমতি দেন বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। তবে আদালত স্পষ্ট করে দেয়, সেই অনুমতি কার্যকর হবে শুধুমাত্র ওই ২০০ জনের ক্ষেত্রে।

তারপর প্রাথমিক টেট-এ বসতে চেয়ে এবং টেট-এর বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেন আরও প্রায় ৩০০ জন। সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি আগামী বৃহস্পতিবার।