- ফের সরকারি হাসপাতালে শিশুচুরির অভিযোগ। মেডিক্যাল কলেজে আয়ার বিরুদ্ধে অভিযোগ পরিবারের। আতঙ্কে সন্তানকে নিয়ে হাসপাতাল ছাড়ছেন অনেকে।
- চিকিত্সার নামে গরিবকে সর্বস্বান্ত নয়। আগে টাকা দিন, পরে ওষুধ দেব, এটা অমানবিকতা। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী। চিকিত্সার নামে ব্যবসা নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।
- সঞ্জয়-কাণ্ডে অ্যাপোলোর প্রাক্তন পূর্বাঞ্চলীয় অধিকর্তা রূপালি বসুকে তলব। আজ থানায় হাজিরা। ডাকা হল চিকিত্সককেও।
- মেডিকায় রোগীমৃত্যুর অভিযোগ। বুকের কাটা দাগ ঘিরে সন্দেহ জোরাল। পা বাদের আগে কী পদক্ষেপ? নথি তলব ময়নাতদন্তকারী চিকিত্সকের। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে পরিবার।
- গোয়ায় বিজেপি শিবিরে স্বস্তি। ধাক্কা খেল কংগ্রেস। শপথগ্রহণে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৬ মার্চ আস্থা ভোটের নির্দেশ আদালতের।
- কোর্টে ধাক্কা খেলেও, গোয়া-মণিপুরে ঘোড়া কেনাবেচার অভিযোগে অনড় কংগ্রেস। সরব রাহুল। ভোটে খারাপ ফলের পর দলে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত।
- ৬। মোদির বিরুদ্ধে লড়াই জারির বার্তা মমতার। বললেন, কেউ জেতে, কেউ হারে। ক্ষমতা আছে বলে গুড়িয়ে দেব, গণতন্ত্রে হয় না। আধার নিয়েও কেন্দ্রকে খোঁচা।
- ৫ রাজ্যে ভোটের পরেই বাড়ল টাকার দাম। প্রতি ডলারে দাম বাড়ল ৪০ পয়সা। ঊর্ধ্বমুখী শেয়ার বাজারও। ৫০০ পয়েন্ট উঠল সেনসেক্স। সর্বোচ্চ স্তরে নিফটিও।
- নোট বাতিলে ক্ষতিগ্রস্ত কৃষকরা। অতিরিক্ত ফলনেও সমস্যায় আলুচাষীরা। এবার সরাসরি আলু কিনবে সরকার। জানালেন মুখ্যমন্ত্রী। আলু রফতানিতে ভর্তুকির ঘোষণা।
- দিল্লিতে জেএনইউ-ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। অবসাদে আত্মঘাতী। দাবি পুলিশের। এমফিল-পিএইচডিতে ভর্তিতে বৈষম্যের অভিযোগ। মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট।
- উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে ইলেকট্রনিক ভোটযন্ত্রে কারচুপি হয়েছে বলে মায়াবতীর অভিযোগ খোদ নির্বাচন কমিশনই খারিজ করে দিলেও ইস্যুটি এবার সরব অরবিন্দ কেজরীবাল। দিল্লির আসন্ন পুরসভা নির্বাচনে ইভিএমে নয়, ব্যালট পেপারে ভোট হোক। দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।
- ‘চিলড্রেন্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ লেখা ৯.৯ লক্ষ টাকার জাল নোট ব্যাঙ্কে জমা দিতে এসে গ্রেফতার এক ব্যক্তি। হায়দরাবাদের কুসাইগুড়া থানার পুলিশ ইউসুফ শায়েক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।