১। ডানকুনির বাসিন্দা মৃত সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায়কে চাকরি দিল রাজ্য সরকার। নবান্নে ডেকে তাঁর হাতে পর্যটন দফতরে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


২। গোয়ায় আস্থাভোটে জয়ী পর্রীকর। নভজ্যোত্ সিধু-সমেত ৯ মন্ত্রীকে নিয়ে পঞ্জাবে শপথ অমরিন্দরের।

৩। ডান কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হল ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর এই ঘটনা।

৪। তৃণমূলের বিরুদ্ধে জোর করে জমি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হুগলির গোঘাট। তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, বাইকে আগুন। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি।

৫। অ্যাপোলোকাণ্ড উঠল এবার সংসদেও। রাজ্যের আদলে বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে বিল আনুক কেন্দ্র। খরচ নিয়ন্ত্রণ করা হোক। রাজ্যসভায় আবেদন তৃণমূল সাংসদের।

৬। সুনীল পাণ্ডের মৃত্যুর ঘটনায় মেডিকার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। খতিয়ে দেখা হবে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় অভিযোগ।

৭। পশ্চিমবঙ্গে শিশু পাচারকাণ্ডে আলোচনার সময় রাজ্যসভায় মেজাজ হারালেন রূপা। ডেপুটি চেয়ারম্যানের আসনের সামনে এসে আঙুল তুলে তর্কাতর্কি।

৮। দুষ্কৃতীদের বিরুদ্ধে গণস্বাক্ষর শুরু করায় কোপে। হাওড়ার উলুবেড়িয়ায় আক্রান্ত প্রতিবাদী। বাড়ি ফেরার পথে বেধড়ক মারধর, ভর্তি হাসপাতালে।

৯। সম্পত্তি বিবাদের জেরে বাগনানে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ। গলায় বেল্ট, বস্তাবন্দি অবস্থায় উদ্ধার বধূ। আটক জা-ননদ-সহ তিন।

১০। দিল্লিতে বিদেশিনীকে গণধর্ষণের অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। উজবেক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। সম্পর্ক ভাঙার পর ফ্ল্যাটে চড়াও হয়ে মারধরেরও অভিযোগ।