কলকাতা:  বুধবার সকালে হঠাত্ই আকাশ ছেয়ে যায় কালো মেঘে। উত্তর ও মধ্য কলকাতা জুড়ে নামে প্রবল বৃষ্টি। দক্ষিণের আকাশেও মেঘের ঘনঘটা দেখা যায়। কিছুক্ষণের মধ্যে শহরের দক্ষিণ প্রান্তেও শুরু হয় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোরের দিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। কয়েকদিন ধরেই বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়ায় আপেক্ষিক আর্দ্রতা বেড়েছে। তার জেরেই বৃষ্টি, দাবি আবহাওয়াবিদদের।

এদিকে সকালে আধঘণ্টার বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে পিটিএসের কাছে গাছ ভেঙে বন্ধ হয়ে যায় এজেসি বোস রোডের একাংশ। ব্যাহত হয় যান চলাচল। সংলগ্ন রাস্তাগুলিতে তৈরি হয় যানজট। গাছ কেটে রাস্তা পরিস্কারের কাজ শুরু করে কলকাতা পুরসভার স্পেশ্যাল অ্যাকশন স্কোয়াড ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।  বৃষ্টির জেরে বানভাসি উত্তর ও মধ্য কলকাতার একাংশ। জল জমে যায় বিধান সরণির একাধিক জায়গাতেও।