কলকাতা: রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি। ডুবে যায় বাংলা। অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকতে আগাম বার্তা নবান্নর। ফের দুর্যোগের আশঙ্কা। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমারের ওপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। বাংলাদেশ পেরিয়ে শনিবার গভীর রাতেই সেই নিম্নচাপের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঢুকে পড়ার সম্ভাবনা। তার জেরে রাত থেকেই ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পূর্বাভাসে বলা হয়েছে, রবি ও সোমবার রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সব জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম বার্তা দিয়েছে নবান্ন। কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে। নম্বরগুলি হল, ১০৭০,২২১৪৩৫২৬,২২৫৩৫১৮৫। গত বুধবারই প্রবল বৃষ্টি ও কয়েক মিনিটের তীব্র ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় কলকাতা। উপড়ে পড়ে অসংখ্য গাছ, বিদ্যুতের খুঁটি। শহরের বিভিন্ন জায়গায় মৃত্যু হয় ৪ জনের। সেই দুর্যোগের রেশ কাটতে না কাটতে ফের বিপর্যয়ের ভ্রুকুটি।