কলকাতা: কখনও বৃষ্টি। কখনও হালকা রোদ। কখনও মেঘলা আকাশ। মেঘ-রোদের এই লুকোচুরির মধ্যেই শনিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা।

দিন সকাল থেকে শহরের আকাশ ছিল মেঘলা। বেলা বাড়লেও সেভাবে রোদের দেখা মেলেনি। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়। কলকাতার পাশাপাশি মেঘলা আকাশ ছিল দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরেও।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ উপকূলবর্তী ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। ৪ জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।