বঙ্গোপসাগরের ওপর ঘুর্ণাবর্ত, সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা
Web Desk, ABP Ananda | 14 Aug 2016 05:19 PM (IST)
কলকাতা: বঙ্গোপসাগরের ওপর ঘুর্ণাবর্ত। সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। তার জেরে ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। রবিবারও দুপুর থেকে দফায় দফায় বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় কলকাতার বিভিন্ন অংশে। টানা তিনদিন ছুটি। শনি, রবির পর সোমে স্বাধীনতা দিবস। অনেকেই এই ছুটি থেকে পুজোর বাজার শুরুর প্ল্যান করে বসে আছেন। তবে সেই পরিকল্পনায় কিছুটা হলেও জল ঢালতে পারে বৃষ্টি। রবিবারের পর ১৫ অগাস্টের ছুটির দিনটাও শহরবাসীর কাটতে পারে বৃষ্টিতে বৃষ্টিতেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ তো ছিলই। তার সঙ্গে বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। এর জেরে সোমবারও বৃষ্টি চলতে পারে। রবিবারও দুপুর থেকে দফায় দফায় ঝেঁপে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তাতেই জল দাঁড়ায় শহরের বিভিন্ন রাস্তায়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কয়েকটি জায়গায় তো এমন জল দাঁড়িয়ে যায় যে, রাস্তার একদিক দিয়ে গাড়ি চালাতে হয়। ফলে তৈরি হয় যানজট। যানবাহনের গতিও ছিল অত্যন্ত শ্লথ।