কলকাতা: আকাশ কালো করে সকাল থেকে কলকাতায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী আটচল্লিশ ঘণ্টা বৃষ্টি হবে রাজ্যের অন্যান্য অংশেও। প্রধানত মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়া, পুরুলিয়া, মালদা, আলিপুরদুয়ার, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হচ্ছে। উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সপ্তাহের প্রথম কাজের দিন সকালে এভাবে সন্ধের মতো অন্ধকার এবং প্রবল বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন রাস্তায় নামা লোকজন। বিভিন্ন জায়গায় যানজট তৈরি হয়েছে। উল্টোডাঙা, টালিগঞ্জ, পাতিপুকুর, সেন্ট্রাল অ্যাভেনিউ সহ বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।